এশিয়া কাপের দলে মাহমুদউল্লাহ রিয়াদকে রাখেনি টিম নির্বাচকরা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তাকে না রাখলেও আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ভাবনায় আছেন তিনি। সেই কারণে এশিয়া কাপে জাতীয় দলের স্কোয়াডে জায়গা হারালেও ক্যাম্পে অবস্থান করছিলেন এই টাইগার অলরাউন্ডার।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। এই ক্যাম্প থেকেই নেয়া হবে বিশ্বকাপের প্রস্তুতি। যে কারণে ক্যাম্পে অবস্থান করছিলেন তিনি।

গত কয়েক দিন ধরে মাহমুদউল্লাহকে নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়। তাকে স্কোয়াডে ফেরানোর দাবিতে তার সমর্থকরা মানববন্ধনও করে। এই সময় তাকে অনুশীলনে দেখা যায়নি জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটারকে। এর আগে গত সোমবার (২১ আগস্ট) জাতীয় দলের ২৫ ক্রিকেটার ভারতে যাবার ভিসা আবেদন করেছেন, সেখানেও ছিলেন না তিনি।

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, পারিবারিক কারণে ক্যাম্পে নেই মাহমুদউল্লাহ। মূলত, মায়ের অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারছেন না তিনি।

তবে বুধবার (২৩ আগস্ট) ব্যাক-আপ ক্রিকেটারদের নিয়ে গড়া অনুশীলনে যোগ দিয়েছেন রিয়াদ। মিরপুরের মাঠে তাকে দেখা গেছে ফিল্ডিং অনুশীলন করতে। বেশ হাস্যোজ্জ্বল রিয়াদকেই দেখা গেছে এদিন।

এর আগে এশিয়া কাপের দলে জায়গা হারানোর পর গুঞ্জন উঠেছিল কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন রিয়াদ। তবে গেল (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপে বিষয়টি আবারও পরিষ্কার করলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি জানান টা সম্পূর্ণ ভিত্তিহীন খবর।