লাতিন আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্যারাগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে, কলম্বিয়ার কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা।

টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ এর শেষ ম্যাচে প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০ দলকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। যদিও শুরুতেই তারা পিছিয়ে পড়েছিল। ম্যাচের ২২তম মিনিটে পেরেইরার গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। তবে ৩০তম মিনিটে স্টেনিও গোল কওে সমতায় ফেরান ব্রাজিলকে। বিরতির পর মাঠে নেমে রোনাল্ডের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৫৫তম মিনিটে এই গোলের পর দুই দলই আর কোনো গোল করতে পারেনি।

চার ম্যাচে তিন জয় আর এক ড্রতে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার সিক্সে পৌঁছায় সেলেসাওরা।

এদিকে, ব্রাজিলের সাথে শুরুতে হেরে যাওয়া আর্জেন্টাইন তরুণদের প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। পরবর্তী রাউন্ডে যেতে হলে জিততেই হতো আলবিসেলেস্তেদের। তবে কলম্বিয়ার সাথে পেরে ওঠেনি মেসিদের উত্তরসূরিরা। স্বাগতিক কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারতে হয়েছে তাদের। তাতেই বিদায় নিশ্চিত হয়েছে টুর্নামেন্ট থেকে।

গ্রুপ ‘এ’ থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে ব্রাজিল (১০ পয়েন্ট), কলম্বিয়া (৮ পয়েন্ট) ও প্যারাগুয়ে (৭ পয়েন্ট)। টুর্নামেন্ট থেকে বাদ পড়েয়ে আর্জেন্টিনা (৩ পয়েন্ট) ও পেরু (০ পয়েন্ট)।