শ্রীলংকায় অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। এরইমধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে। সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্পিকার। নতুন প্রেসিডেন্টের দৌঁড়ে আলোচনায় রয়েছেন রনিল বিক্রমাসিংহে ও প্রধান বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসাসহ তিনজন।

ব্যাপক গণবিক্ষোভের মুখে গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। স্পিকার মাহিন্দা ইয়াবা আবেবর্ধনের কাছ থেকে গোটাবায়ার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর সংবিধান অনুযায়ী অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দ্বায়িত্বও বর্তায় তার ওপর। শুক্রবার প্রধান বিচারপতি জয়ন্থা জয়সুরিয়ার কাছে শপথ নিয়ে সেই দায়িত্বও বুঝে নিলেন তিনি।

দেশটির সংবিধান অনুযায়ী সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। এ বিষয়ে আলোচনা করতে শনিবার পার্লামেন্টে আলোচলায় বসবেন আইন প্রণেতারা। তবে রাজনৈতিক নেতাদের পরামর্শ অনুযায়ী আগামী ২০শে জুলাইয়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করার পরিকল্পনা রয়েছে বলে জানান স্পিকার মাহিন্দা ইয়া আবেবর্ধনে।

এদিকে, দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এই পদের জন্য নাম আসছে ছয়বারের প্রধানমন্ত্রী ও অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের। পাশাপাশি প্রধান বিরোধী দল সামাগি জনা বালাওয়েগায়ার- নেতা সাজিথ প্রেমাদাসা ও প্রবীণ সাংবাদিক ডালেস আলাহাপেরুমার নামও উঠে আসছে। এছাড়া প্রেসিডেন্ট হতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান এবং একমাত্র ফিল্ড মার্শাল শরৎ ফনসেকা।

আগামী সপ্তাহে পার্লামেন্টের ২২৫ জন সদস্য নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন। সেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ভোগা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার দায়িত্ব কার হাতে তুলে দেয়া হয়, এখন তা দেখার অপেক্ষা।