প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ ক্রমেই ভারতের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। এটি আজ ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত এটি বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা দেখছেনা আবহাওয়া অফিস। তবে এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত অব্যাহত রেখেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, উপকূলের জেলাগুলোতে ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে রেখেছে স্থানীয় প্রশাসন।
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ আরও পশ্চিম-উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উপকূল থেকেও কমছে এর দূরত্ব। ঢাকায় আবহাওয়া অফিসের বিশেষ বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১১৭ কিলোমিটার। এটি ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে ভারতীয় উপকূলের দিকে এগোচ্ছে। তবে ঘূর্ণিঝড়টি যতো উপকূলের কাছে যাচ্ছে ততো দুর্বল হচ্ছে। আজ অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মন্ডল।
তিনি আরো জানান, ঘুর্ণিঝড় অশনির প্রভাবে ভারতের কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগসহ ঢাকার অনেক জায়গায় ভ্যাপসা গরম, বৃষ্টি ও বজ্রবৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে ঘুর্ণিঝড় সতর্কিকরণ কেন্দ্র।
এদিকে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, ঘূর্ণিঝড় অশনি এর কারণে হাতিয়া দ্বীপের সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।