অপহৃত ব্যাংক ম্যানেজারকে সুস্থ শরীরে ফেরত পাঠাতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বান্দরবানে সন্ত্রাসী সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট- কেনএনএফ’।
বান্দরবনে অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনের মুক্তির জন্য তার পরিবারের কাছে মুক্তিপণ চেয়েছে পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। বিভিন্ন মাধ্যমে তারা ১৫ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
র্যাবের এ কর্মকর্তা বলেন, শান্তি আলোচনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা কমিয়ে দিলেও এখন আর সেটি করা হবে না। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হবে। এই মুহূর্তে ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করাই প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে কাজ চলছে।
খন্দকার আল মঈন আরও বলেন, কেএনএফের আর্থিক সঙ্কট চলছিল। এ তথ্য আগেই সরকারি সব সংস্থাকে র্যাব জানিয়েছিল। বর্তমানে বান্দরবনে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সংস্থা তৎপর রয়েছে।
সম্প্রতি বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখায় ডাকাতি হয়েছে। এসময় দুর্বৃত্তরা ওই ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে। এখনও তাকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।