বিএনপি-জামায়াতের তৃতীয় দফার অবরোধের আগের রাতে রাজধানীর মালিবাগে একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে আনসার ক্যাম্পের পাশের সড়কে থাকা বাহন পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংস্থাটির কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, আগুনের খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। পরে বাসটির আগুন নিভিয়ে ফেলেন তারা। তবে ততক্ষণের বাসটির ভেতরের অংশ পড়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাহন পরিবহনের বাসগুলো খিলগাঁও আনসার ক্যাম্পের সামনের রাস্তায় সারিবদ্ধভাবে রাখা হয়। সেগুলোর মধ্যে একটিতে এই আগুন দেওয়ার ঘটনা গেছে।

রাজধানীতে গত কয়েকদিন থেকে অবরোধের ডাক দেওয়া হলেই আগের দিন এবং অবরোধের দিন যাত্রীবাহী বাস পোড়ানো হচ্ছে। এসব বাসে কারা আগুন দিচ্ছে তা বের করতে পারছে না পুলিশ। যদিও সম্প্রতি মুগদা এলাকায় একটি বাসে আগুনের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে দাবি করেছে তদন্তকারীরা। এছাড়া গত ২৮ অক্টোবর থেকে রাজধানীতে যতগুলো যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে কোনোটারই কূলকিনারা করতে পারেনি পুলিশ।