বিএনপি জোটের ডাকা অবরোধের শেষ দিনেও রাজপথে সরব আওয়ামী লীগের নেতাকর্শীরা। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও পাড়া মহল্লায় অবস্থান ও মিছিল সমাবেশে করছে তারা। অবরোধের নামে বিএনপি কর্মীরা যাতে চোরা গুপ্তা হামলা ও নাশকতা করতে না পারে  সেজন্য সতর্ক পাহাড়ায় আছেন বলে জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অবরোধ কর্মসূচি থেকে বিএনপির নাশকতা ঠেকাতে বৃহস্পতিবারও রাজধানীতে অবস্থান, মিছিল সমাবেশে সরবর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাজধানীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বিভিন্ন ওয়ার্ড, থানা এবং গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্শীদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। বিএনপি জোটের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার কথা জানান তারা।

নগরীর বিভিন্ন এলাকায় পাড়া মহল্লাতেও মিছিল ও শান্তি সমাবেশ করা হচ্ছে।

অবরোধের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা আওয়ামী লীগ মিছিল ও শান্তি সমাবেশ থেকে বিএনপি জোটের নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।

নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে বলেও ঘোষণা দেন আওয়ামী লীগের নেতারা।