বিএনপির ডাকা তিনদিনের অবরোধে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (৩০শে অক্টোবর) সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যা’র সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ডাকা মঙ্গল থেকে বৃহস্পতিবারের অবরোধ উপেক্ষা করে সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন স্বাভাবিকভাবে চলবে।

এদিকে, বিএনপি’র ডাকা তিন দিনের অবরোধে বিশেষ নিরাপত্তায় চলবে ট্রেন।  সোমবার (৩০শে আক্টোবর) বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।