চতুর্থ দফায় ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন চলছে। অবরোধের দিনগুলোতে গত কয়েকদিন রাজধানীতে গণপরিবহন অনেকটা কম থাকলেও এখন ধীরে ধীরে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে।

আজ সোমবার সকাল থেকে সড়কে গণপরিবহনের চেয়ে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। কোথাও কোথাও সকালেই যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধ ঘিরে নানা শঙ্কায় মধ্যেই এদিন কাজে গেছেন সাধারণ মানুষ। একই চিত্র সারাদেশের, দূরপাল্লার বাস না ছাড়লেও মহাসড়কে বেড়েছে অন্যসব যানবাহনের চলাচল।

এদিকে, গতরাতে অবরোধ ঘিরে আতঙ্ক ছড়াতে ঢাকার মহাখালীর নাবিস্কো এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সাভারে সড়কে পার্কিং করে রাখা একটি বাস আগুনে পুড়িয়ে দেয় অবরোধকারীরা। এছাড়া নাটোরে একটি নসিমন গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেয়া হয়। আব্দুল্লাহপুরে গাড়িতে আগুন দেয়ার সময় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়; যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর বিরতি দিয়ে দিয়ে তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। পরে আবার চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।