অবশেষে আল হিলালের হয়ে গোলের খাতা খুললেন নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পথে দুর্দান্ত এক গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা। সৌদি ফুটবল ক্লাব আল হিলালে যোগ দেয়ার পর হতাশাতেই সময় কাটছিলো নেইমারের। কারণ, সৌদি ক্লাবটির জার্সি গায়ে গোলের দেখাই পাচ্ছিলেন না তিনি। শেষ পর্যন্ত গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান এই তারকা।
ম্যাচটা শুরু থেকেই ছিল ঘটনাবহুল। প্রথমার্ধের ৭ মিনিট বাকি থাকতে দশ জনের দলে পরিণত হয় দুই দল। হাতাহাতিতে জড়িয়ে আল হিলালের সালমান আল ফারাজ এবং নাসাজির আমির হুশমান্দ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
তার আগে আল হিলাল ১৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় সাবেক ফুলহাম স্ট্রাইকার আলেকসান্দার মিত্রভিচের হেডে। ৫৮ মিনিটে বাম পায়ের দর্শনীয় শটে জাল কাঁপান নেইমার। ইনজুরি টাইমে তারপর জয় সুনিশ্চিত করেন বদলি সালেহ আল সেহরি।
মহাদেশীয় টুর্নামেন্টের গ্রুপ পর্বে আল হিলালের এটা মৌসুমের প্রথম জয়। গত মাসে অবশ্য চারবারের চ্যাম্পিয়নরা নভোহরের সঙ্গে ড্র করেছিল। উজবেকিস্তান সুপার লিগের এই রানার্স আপ দলটি অবশ্য এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগে অভিষেক করেছে। তারা হিলালের আগে মুম্বাই সিটিকে ৩-০ গোলে হারিয়েছে। গ্রুপ ‘ডি’ তে অবশ্য যৌথভাবে শীর্ষে আছে আল হিলাল ও নভোহর।