ভারতের জনপ্রিয় চলচ্চিত্র ‘পুষ্পা’র নতুন সিকুয়্যাল ‘পুষ্পা-২’ এবছর ১৫ আগস্ট মুক্তি পাবে। তবে তার আগেই সিনেমাটির তৃতীয় সিকুয়্যাল ‘পুষ্পা ৩’ আসার ঘোষণা দিয়ে রেখেছেন সিনেমার মূ্খ্য চরিত্রের অভিনেতা আল্লু অর্জুন।

২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রেইজ’। দক্ষিণী তারকা আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানার জুটি সেসময় ঝড় তুলেছিল বক্স অফিসে। কেবল ভারতের বক্স অফিসেই ৩৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল এই মুভিটি। তারপর থেকেই ছবির দ্বিতীয় সিকুয়্যাল ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা।

এদিকে ‘পুষ্পা-৩’ নিয়ে অর্জুন বলেছেন, পুষ্পা ৩-এর জন্য অপেক্ষা শুরু করে দিন। পুষ্পার-৩ নিয়ে আমাদের একটা ভাবনা আছে। বাকিটা সময়ই বলে দেবে। গত বছর এপ্রিলে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা-২’-এর প্রথম পোস্টার। পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে হইচই পড়ে গিয়েছিল। এর আগে অভিনেতাকে এই রূপে কখনও দেখা যায়নি।

দ্বিতীয় বার ‘পুষ্পা’কে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। তার মাঝেই ‘পুষ্পা’ ৩-এর ঘোষণা আগ্রহ আরও খানিকটা বাড়িয়ে দিল।