আগামী ২০শে এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুর সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (১৮ই এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুমোদন দিয়েছেন। পরে গণভবেন সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে বাঁ দিকের সার্ভিস লেইনে মোটরসাইকেল চলাচল করবে। গতিসীমা হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার।

ওবায়দুল কাদের আরও বলেন, কোনো বাইকার যদি নিয়মের ব্যতয় ঘটান; যেমন ওভারস্পিড, লেন না মানা- এমন ক্ষেত্রে সরকার এই সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নিতে পারে৷

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

সেতু উদ্বোধনের পর প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয় স্বপ্নের সেতুটি দিয়ে। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার। ওইদিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে২৭ জুন ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। যা এখনো চলছে।

সেতুটি দিয়ে বাইক চলাচলের জন্য বাইকারদের বিভিন্ন সংগঠন অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছিল। সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা বিভিন্ন কর্মসূচি পালন করলেও অনুমতি মিলছিল না। অবশেষে ঈদের আগে বাইক নিয়ে সেতু পারাপারের অনুমতি এলো সরকারের পক্ষ থেকে।

dhaka

পদ্মা সেতুতে বাইক চলার অনুমতি দেওয়ার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

যোগাযোগ করলে প্রতিমন্ত্রী খালিদ ঢাকা মেইলকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের একনেক সভায় এমন সিদ্ধান্ত দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখতে। একটি নীতিমালা হয়েছে সে অনুযায়ী চলতে হবে। এছাড়াও আলাদা লেন থাকবে সেই লেনে চলবে মোটরসাইকেল। গতিসীমাও নির্ধারণ করা আছে।