প্রাথমিকভাবে দেশের ৫০০টি ইটভাটা বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এই ঘোষণা দেন মন্ত্রী।
সাবের চৌধুরী বলেন, “এগুলো শুধু বন্ধ নয়, যাতে পরবর্তীতে আর চালু না হতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। ইটভাটা নিয়ে আমাদের একশ দিনের একটি কর্মসূচি আছে। অবৈধ ভাটাগুলোর বিষয়ে আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন, “কয়টা ইটভাটা আছে, আমরা কয়টা অভিযান পরিচালনা করলাম, এখন আমরা এই আলোচনায় থাকতে চাই না। আমরা চাইব, সবগুলো ভাটা বন্ধ হয়ে যাক। সবাই আধুনিক পদ্ধতিতে ব্লক তৈরি শুরু করুক।”
মন্ত্রী বলেন, ইটভাটা নিয়ে ১শ’ দিনের একটি কর্মসূচি আছে। প্রাথমিকভাবে ৫শ’ ইটভাটা বন্ধ করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। বন্ধ হওয়া ভাটাগুলো পরবর্তীতে যাতে কোনভাবে চালু না হতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হবে। এসময় ভাটার মালিকদের আধুনিক পদ্ধতিতে ব্লক তৈরীর পরামর্শ দেন মন্ত্রী।
নদী দখল ও দূষণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ মন্ত্রী বলেন, ‘সরকার জলাধার রক্ষায় ডিজিটাল ম্যাপিং করছে। এর মাধ্যমে আমাদের সবগুলো, নদী, জমি, খাল ও জলাধার সম্পর্কে সঠিক তথ্য পাবো। এছাড়া দূষণের বিষয়ে কাজ করছে সরকার। কোন স্থানে কি পরিমাণ বর্জ্য তৈরী হচ্ছে, পৌরসভার সক্ষমতা কতটুকু এসব বিবেচনা করে বর্জ্য রিসাইকিলিংয়ের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে।’
এ সময় বন বিভাগের পরিচালক (ভূমি পরিমাপ) আনিস মাহমুদ, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।