বলিউডের প্রথম ‘লেডি স্টার’ খ্যাত অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুবার্ষিকী আজ (শুক্রবার)। ২০১৮ সালের ২৪শে ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলে রহস্যজনক মৃত্যু হয় এই অভিনেত্রীর।

সিনেমপ্রেমীদের কাছে শ্রীদেবী নামে পরিচিতি হলেও এই অভিনেত্রীর পুরো নাম শ্রী আম্মা ইয়াঙ্গের অয়্যাপান। ১৯৬৩ সালের ১৩ই আগস্ট তামিলনাড়ুতে তার জন্ম। কাজ করেছেন বলিউড, তামিল, তেলেগু ও মালায়লম সিনেমায়।

১৯৬৭ সালে ‘কানদান কারুনাই’ চলচ্চিত্র দিয়ে অভিষেক সিনেদুনিয়ায়। এরপর আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি। শারীরিক সৌন্দর্য্য আর অভিনয় দক্ষতা তাকে নিয়ে যায় অন্য উচ্চতায়। সত্তরের দশকে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন শ্রীদেবী।

শুরুতে তামিল ও তেলেগু সিনেমায় কাজ করলেও পরবর্তীতে থিতু হন বলিউডে। একের পর এক হিট ছবি দিয়ে বলিউডে পরিচিতি পান লেডি সুপারস্টার হিসেবে। তিনি বলিউডের প্রথম নায়িকা ছিলেন যার নামে ছবি চলতো। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো-সোলা শাওন, চাঁদনি, লামহে, মিস্টার ইন্ডিয়া, নাগিন, ইংলিশ ভিংলিশ, মম, লাদলা, কশানা কশানাম, চালবাজ, সাদমা, মিন্দাম কোকিলা, থুনাইভান, হিম্মতওয়ালা, রূপ কি রানি চন্দ্র ক্যা রাজা, ঘুমরাহ, কালাকার, টোফা ইত্যাদি। পরে বিয়ে করেন বলিউড প্রযোজক বনি কাপুরকে। তার দুই মেয়ের নাম খুশি ও জাহ্নবী কাপুর।

বিনোদন শিল্পে তার অবদানের জন্য ২০১৩ সালে ভারত সরকার তাকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে। এছাড়াও তিনি পেয়েছেন একটি করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। ২০১৮ সালের ২৪শে ফেব্রুয়ারি দুবাইয়ে বাথরুমে তার মরদেহ পাওয়া যায়। এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাাভাবিক মৃত্যু ছিলো তা এখনো রহস্য হয়ে আছে।