অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে আফ্রিকার দেশ তিউনিসিয়ার সাথে একটি সমঝোতা চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই চুক্তির আওতায় অর্থনীতি চাঙা করতে কাজ করবে দুই পক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য নিশ্চিত করেছে।

ইউরোপের উদ্দেশ্য ভূমধ্যসাগরে নৌকা ভাসানো অভিবাসী ও শরণার্থীদের একটা বড় অংশ তিউনিসিয়া হয়ে আসে। এ বিষয়ে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সায়িদের সাথে রোববার আলোচনা করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ডারলেন, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সায়িদ ভবনের আলোচনায় উরসুলা উন্নতি ও স্থিতিশীলতার জন্য বিনিয়োগের ওপর জোর দিেেয়ছেন। তার মতে তিউনিসায় সাথে ইউরোপের কৌশলগত স্বার্থ জড়িত। অভিবাসন বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দিয়েছেন ইউরোপের এই নেত্রী।