চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নতুন জুটির। ইমন-সালওয়া অভিনীত ‘বীরত্ব’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর। এই ছবির মাধ্যমেই নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে সালওয়ার। নারী পাচার, মানবসম্পর্কের গল্প নিয়ে ছবিটি পরিচালনা করেছেন সাইদুল ইসলাম রানা।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে এই সিনেমার গান ‘ভালোবাসা বলা হয়ে যায়’। রোমান্টিক আমেজের গানটির শুটিং হয়েছে সিলেটের চা বাগান, জাফলংসহ বিভিন্ন লোকেশনে। গানটি গেয়েছেন ইমরান ও গায়িকা।
নিশাত নাওয়ার সালওয়া বলেন, ‘পুরো টিমের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা চমৎকার। গোছানো কাজ হয়েছে। পর্দায় পুরো ছবিটি দর্শকের জন্য উপভোগ্য হবে। গান প্রকাশের পর অনেকেই বিভিন্নভাবে প্রশংসা করছেন। বড় পর্দায় নিজেকে দেখার অপেক্ষায় আছি।’
‘বীরত্ব’ সিনেমায় ইমন-সালওয়া ছাড়াও আরও অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বড়দা মিঠু, কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, মুনতাহা এমিলিয়া প্রমুখ। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাইদুল ইসলাম রানা।