বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ছাত্র-জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। পতিত সরকার ও শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালাচ্ছে। শিল্পক্ষেত্রে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি আজ বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) আগামী ১৪ই সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় সমাবেশ এবং ১৫ই সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের সমাবেশ নিয়ে ব্রিফিং করার সময় এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “২০০৮ সালের পর থেকে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ শাসনামলে তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী খুন, গুম, মামলা নির্যাতনের সম্মুখীন হয়েছে। খালেদা জিয়া কারাভোগ করেছেন। আন্দোলনের মধ্যে দিয়ে খালেদা জিয়া মুক্ত। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বিজয় এসেছে।”

তিনি জানান, দেশের গণতান্ত্রিক শক্তিগুলোকে আরো ঐক্যবদ্ধ করতে ১৪ ও ১৫ই সেপ্টেম্বরে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে সম্পর্কে মির্জা ফখরুল বলেন, “তিনি সংস্কারের কথা বলেছেন, মোটামুটিভাবে সংস্কারের পরিকল্পনা তুলে ধরেছেন। যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে তা যেন দ্রুত সম্পন্ন করা হয় সে আশা করছি।” তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কাজ করার জন্য সময় সুযোগ দেয়ার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় মির্জা ফখরুল বলেন, “ছাত্রজনতার অভ্যুত্থান নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। পতিত সরকার ও শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াতে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। এদেশের মানুষ এটা ভালোভাবে নেবে না, অপপ্রচারে কান দেবে না।” তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।