দুর্নীতি দমন কমিশন – দুদকের দায়ের করা একটি অর্থ আত্মসাত মামলায় জামিন পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও অপর সাত জন আসামি। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিলো।

আজ রোববার দুপুরে আসামিরা ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

ড. ইউনূস ছাড়া মামলার অপর সাত আসামি হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক মো. আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, পারভীন মাহমুদ, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেছিলো দুদক।

এদিকে, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় ড. ইউনূসসহ ৪ জনের জামিনের মেয়াদ বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি ১৬ এপ্রিল।