ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে গতকাল রাত থেকে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকার বৃষ্টি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা পটুয়াখালী, বরগুনা, ভোলা ,কক্সবাজার, চট্টোগ্রাম, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে কোন দমকা হাওয়া বা ঝড়ো বাতাস নেই।
পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে গতকাল রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরার ট্রলার ও নৌকাকে উপক’লের কাছাকাছি থাকতে বলা হয়েছে।