ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় ‘অশনি’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উড়িষ্যা,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে এগুচ্ছে। তবে এর প্রভাব কেটে যাওয়ায় বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর ওপর থাকা সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-২০) এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আজ (বৃহস্পতিবার) দুপুরের মধ্যে আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি বৃষ্টিপাত হবে। যা আগামী দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।