চেন্নাইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ক্রিকেটের প্রথম দিনে ভারত ও বাংলাদেশ সমান তালে লড়াই করেছে। এম চিদাম্বরম স্টেডিয়ামে, দিনের প্রথম সেশনে বাংলাদেশি বোলাররা আধিপত্য দেখালেও, রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৩’শ পেরুয়। দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৯ রান। বাংলাদেশের ফাস্ট বোলার হাসান মাহমুদ পান ৪ উইকেট।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ মাঠে নেমেছে ভারত। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ৩৪ রানের ব্যবধানে টপ অর্ডারের তিন উইকেট লণ্ডভণ্ড করে দেন পেসার হাসান মাহমুদ। এরপর চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে ভারত। কিন্তু টাইগার পেসারদের তোপে দলীয় ১৪৪ রানের মধ্যে আরও তিন উইকেট হারিয়ে ফের চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেখান থেকে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের শতরানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। স্বাগতিকদের টপ অর্ডার ধসিয়ে দেওয়া গেলেও এই দুজনের রেকর্ড জুটিতে চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৯ রান।

দলীয় ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুকতে থাকা ভারতকে পথ দেখাতে শুরু করে সপ্তম উইকেটে থাকা জাদেজা ও অশ্বিন। এদিন ওয়ানডে মেজাজে খেলা অশ্বিন সেঞ্চুরি তুলে নিয়ে ১০৮ বলে ও জাদেজা অপরাজিত আছেন ১১৭ বলে ৭৯ রানে।

অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশি বোলাররা। সফরকারী দলের ফাস্ট বোলাররা শুরু থেকেই চাপে রাখেন স্বাগতিক ব্যাটসম্যানদের। অধিনায়ক রোহিত শর্মা দলের ১৪ রানে বিদায় নেন ফাস্ট বোলার হাসান মাহমুদের বলে।

তিন নম্বরে খেলতে নামা শুভমান গিল কোন রান না করেই হাসান মাহমুদের দ্বিতীয় শিকার হন। ভারতীয় দলের আরেক ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলিও সুবিধা করতে পারেননি। হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারিতে বিরাট কোহলি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন ব্যক্তিগত ৬ রানে। তাতে প্রথম দিনের প্রথম সেশনেই স্বাগতিক ভারত চাপে পড়ে।

এ অবস্থায় প্রাথমিক চাপ সামাল দেয়ার দায়িত্ব কাঁধে নেন জয়শোয়াল ও রিশাভ পন্ত। উইকেটে টিকে থাকা এই জুটি রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। ৬২ রানের এই জুটি ভাঙেন হাসান মাহমুদ।

লোকেশ রাহুলও বেশি সময় উইকেটে টিকতে পারেননি। তাতে আবারো বড় সংগ্রহের পথে বাধা পায় ভারত। হাফ সেঞ্চুরি করে আউট হন জয়শোয়াল। এরপর রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা আর ভারতকে পেছনে পড়তে দেননি প্রথম দিন। সতর্কতার সাথে খেলতে থাকেন দু’জন। এই মাঠে সপ্তম উইকেটে যে কোন দলের পক্ষে সর্বোচ্চ রানের জুটি গড়েন তারা। আর তাতে হতাশা বাড়তে থাকে বাংলাদেশি বোলারদের। ভারতের সংগ্রহ ৩’শ পেরুয়। টেস্ট ক্যারিয়ারে নিজের ৬ষ্ঠ সেঞ্চুরি পান অশ্বিন। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৩৯ রান। অশ্বিন ১০২ ও জাদেজা ৮৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করবেন।