সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিল দাবিতে অষ্টম দিনের মতো চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন। এই আন্দোলন একযোগে পালন করছে ৩৯টি বিশ্ববিদ্যালয়, এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো।
(৮ জুলাই) সোমবার সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় শিক্ষকদের কর্মসূচি। প্রসাশনিক ভবন থেকে মিছিল বের করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলা ভবনে গিয়ে শেষ হয়। দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
নতুন পেনশন ব্যবস্থা প্রত্যাহার, শিক্ষকদের বেতনে সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এদিন, নিয়মিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নিচতলায় অবস্থান কর্মসূচিতে যোগ দেন শিক্ষকরা।
ঢাকার বাইরেও অব্যাহত রয়েছে শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে বেলা ১২টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এছাড়াও দেশের অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়েও কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।