বিজেপির সঙ্গ ছাড়ার একদিন পর ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জনতা দল ইউনাইটেডের নেতা নীতিশ কুমার। দুপুরে বিহারের রাজভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান। একই সাথে নতুন জোট সরকারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালুপুত্র তেজস্বী যাদব।

শপথ গ্রহণের পর অষ্টমবারের মুখ্যমন্ত্রী নীতীশ বলেন, ‘দলের সবাই মিলে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমি থাকি বা না থাকি দলের বাকিরা কী চায় তা বলতেই পারে।’

নীতিশ বলেন, ‘কে বলেছে ২০১৪ সালে যারা জিতেছে ২০২৪ সালেও তারাই ভোটে জিতবে? আমি চাই বিরোধীরা একজোট হোক। তবে আমি প্রধানমন্ত্রিত্বের দাবিদার নই।’

এদিন শপথগ্রহণের অনুষ্ঠানে হাজির ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, উপ- মুখ্যমন্ত্রী তেজস্বীর স্ত্রী রাজশ্রীও।

এর আগে, মঙ্গলবার বিজেপিকে ছেড়ে নতুন জোট গড়েন বিহারের ক্ষমতাসীন দল জেডিইউ’র নেতা নীতিশ কুমার। তার দল নতুন জোট গড়েছে, কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, হিন্দুস্তান আম মোর্চা এবং বামপন্থীদের নিয়ে।

দেশটির রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নীতিশের জোটে কংগ্রেসও থাকায় বিহারের রাজনীতিতে বড় চাপের মুখে পড়েছে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি।

ফের বিহারের মসনদে মহাজোট সরকার। অষ্টমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার। উপ-মুখ্যমন্ত্রী পদে বসলেন লালুপুত্র তেজস্বী যাদব। বুধবার দুপুরে বিহারের রাজভবনে শপথ নিলেন তারা।