অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় বেশ কয়েকটি তুষারধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিউজিল্যান্ড, চীন ও জার্মানি থেকে যাওয়া পর্যটকরা রয়েছেন। উচ্চ ঝুঁকির সতর্কতা সত্ত্বেও ভিয়েনায় স্কুল ছুটির কারণে পশ্চিম অস্ট্রিয়ার স্কি রিসোর্টগুলো পর্যটকে পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
অস্ট্রিয়ায় জারি করা চার মাত্রার সতর্কতার অর্থ ‘খুব বড় ধরনের তুষারধসের আশঙ্কা’ রয়েছে। এটি অনভিজ্ঞ স্কিয়ারদের ওপেন স্কি রান ও ট্রেইলে থাকতে এবং অভিজ্ঞ স্কিয়ারদের খাড়া জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।
অস্ট্রিয়ান পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, গত রোববার পাঁচজনের মৃত্যুর কথা ঘোষণা করেছে দেশটি। নিহতদের মধ্যে ৫৯ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন। এছাড়া সঙ্কট আন্টন অ্যাম আরলবার্গের একজন স্কি গাইড এবং হোহে আইফনারের চূড়ার পাশে ক্রস-কান্ট্রি স্কিইং করা ৬২ বছর বয়সী অপর ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত শনিবার নিউজিল্যান্ডের ১৭ বছর বয়সী একজন, ৩২ বছর বয়সী এক চীনা নাগরিক এবং পঞ্চাশোর্ধ্ব এক জার্মান পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। তুষারধসের সময় তারা সবাই স্কিইং করছিলেন বলে পুলিশ দাবি করেন।