ভারতে বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৪ রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। লখনৌর ইকানা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩১১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৭ রানেই সব উইকেট হারায় অস্ট্রেলিয়া।
জয়ের জন্যে ৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে অস্ট্রেলিয়া। দলের ৫০ রানের ভেতর তিন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাট্সম্যান মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ বিদায় নিলে আর ম্যাচে ফিরতে পারেনি অজিরা। ইনিংসের ষষ্ঠ ওভারে আফ্রিকাকে ব্রেক থ্রু এনে দেন ইয়ানসেন। বাঁহাতি এই পেসারের বলে উড়িয়ে মারতে গিয়ে বাভুমার হাতে ক্যাচ দিয়ে ৭ রানে ফেরেন মার্শ। আরেক ওপেনার ওয়ার্নার আউট হয়েছেন পরের ওভারেই।
লুঙ্গি এনগিদির বলে রুসে ভান ডার ডুসেনকে ক্যাচ দিয়ে ফেরেন ১৩ রান করা ওয়ার্নার। ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। রাবাদার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়তে হয় তাকে। আউট হলেও স্মিথ সেটি নিয়ে সন্তুষ্ট ছিলেন না। ১৯ রান করা এই ব্যাটারকে ফেরানোর পর জশ ইংলিসকে বোল্ড করেন রাবাদা। গ্লেন ম্যাক্সওয়েলও ৩ রানের বেশি করতে পারেনি। স্টয়নিস সাজঘরের পথে ফেরেন আউট না হয়েই। রাবাদার বলে লেগ সাইড দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। বলে ব্যাটে না হলেও গ্লাভসে লেগে সেটি চলে যায় উইকেটকিপারের কাছে। বল যখন স্টইনিসের গ্লাভসে লাগে তখন তার হাতে ব্যাট ছিল না। নিয়ম অনুযায়ী এমনটা হলে ব্যাটার নট আউট থাকেন।
যদিও আম্পায়ার স্টয়নিসকে আউট দেন। ৭০ রানে ৬ উইকেট হারানোর পর মার্নাস লাবুশেন ও মিচেল স্টার্ক ৬৯ রানের জুটি গড়েন। স্টার্ক ২৭ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এদিকে হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি ৪৬ রান করা লাবুশেনের। শেষ দিকে কামিন্সের ২২ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদা তিনটি, কেশভ মহারাজ,ইয়ানসেন ও তাবরােইজ শামসি নেন দু’টি করে উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে ব্যাটিং পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। বাভুমা ও ডি কক মিলে প্রথম দশ ওভারে বিনা উইকেটে তুলেন ৫৩ রান। অজি বোলাররা ইনিংসের শুরু থেকেই কিছুটা ব্যাকফুটে ছিলেন।
প্রোটিয়া দুই ওপেনার ১৮তম ওভারেই দলীয় শতরান তুলে নেন। ডি কক নিজের অর্ধশতক তুলে নিলেও ২০তম ওভারে ৩৫ রান করে সাজঘরে ফিরেন অধিনায়ক টেম্বা বাভুমা। গ্লেন ম্যাক্সওয়েলের বলে দলীয় ১০৮ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে প্রোটিয়াদের।
এরপর নিজের স্বভাবসুলভ ক্রিকেট খেলে দ্রুত এবারের বিশ্বকাপের টানা দ্বিতীয় শতক তুলে নেন ডি কক। আগের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে শতকের পর আজ লখনৌতেও শতক হাঁকান তিনি। ৯০ বলে শতক তুলে নেওয়া এই প্রোটিয়া ওপেনার ১০৯ রান করে ম্যাক্সওয়েলের শিকার হয়ে সাজঘরে ফিরেন।
দলীয় ১৯৭ রানে ৩ উইকেট হারালেও শেষ দিকে এইডেন মার্করামের অর্ধশতক ও মার্কো ইয়ানসেনের ক্যামিও ইনিংসে বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রানের বড় পুঁজি পায় টেম্বা বাভুমার দল।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ১০৯ রান করেন ডি কক। মার্করাম খেলেন ৪৪ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস ও ইয়ানসেনের ব্যাট থেকে আসে ২২ বলে ২৬ রান। অজিদের হয়ে দুইটি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক।
ঝড়ো শতকের জন্য ম্যাচ সেরা হয়েছেন কুইন্টন ডি কক। টানা দুই জয়ে পয়েন্ট তালিকায় সবার শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।