বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। মেলবোর্ন পার্ক কোর্টে ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনোর বিপক্ষে দাপুটে জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন জকোভিচ। মান্নারিনোকে জকোভিচ হারিয়েছেন সরাসরি ৩-০ সেটে।
প্রথম দুই রাউন্ডে একটি করে সেট খুইয়েছিলেন জোকার। তৃতীয় রাউন্ডেও বেশ লড়াই করতে হয়েছিল সার্ব তারকাকে।
চতুর্থ রাউন্ডে আর সেসব হল না। সহজে ম্যাচ জিতে শেষ আটে পৌঁছে গেলেন তিনি। জকোভিচের বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ফরাসি টেনিস খেলোয়াড়। জকোভিচের শক্তিশালী সার্ভিসের কোনো জবাব দিতে পারেননি তিনি।
ম্যাচে ১৭টি ‘এস’ সার্ভিস করেছেন জোকার। জবাবে মান্নারিনোর র্যাকেট থেকে বেরিয়েছে মাত্র একটি। ১১টির মধ্যে সাতটি ব্রেক পয়েন্ট কাজে লাগিয়েছেন জোকার। তার প্রতিপক্ষ তিনটি ব্রেক পয়েন্ট পেয়েও কিছু করতে পারেননি।
প্রথম সার্ভিসের ক্ষেত্রেও অনেক এগিয়ে ছিলেন জকোভিচ। ম্যাচের প্রথম ১৩টি গেম টানা জিতে কোয়ার্টার ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলেন জকোভিচ। প্রতিপক্ষের দ্বিগুণের বেশি পয়েন্ট জিতেছেন গত বারের চ্যাম্পিয়ন।
এ থেকেই বোঝা সহজ কতটা দাপুটে টেনিস খেলে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে জায়গা করে নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। অন্য দিকে এগোচ্ছেন কার্লোস আলকারাজও। টেনিসপ্রেমীরা আরেকটা জকোভিচ-আলকারাজ মহারণ দেখার অপেক্ষায়।