ঘরের মাঠে ভারতের হৃদয় ভাঙার তিন মাসও পূর্ণ হয়নি। ঠিক ৮৪ দিন পর আবারও ভারতীয়দের হৃদয় ভেঙে চৌচির! এবারও তাদের দুঃস্বপ্ন সেই অস্ট্রেলিয়াই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৭৯ রানে হারিয়ে আড়াই মাসের মধ্যেই আরও একটি বড় শিরোপা ঘরে তুললো অসিরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতকে ২৫৪ রানের বড় লক্ষ্য দেয় অজিরা। জবাব দিতে নেমে ১৭৪ রানেই গুটিয়ে যায় ভারত। এতে ৭৯ রানের জয় দিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছে অজিরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় ভারত। ৬ বলে ৩ রান করে আউট হন আর্শীন কুলকারনি। তৃতীয় উইকেটে মুশের খানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার আর্দশ সিং। তবে ইনিংস বড় করতে পারেনি মুশের খান। ৩৩ বলে ২২ রান করে আউট হন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অধিনায়ক উদায় সারানও। ১৮ বলে ৮ রান করে উদায় আউট হলে ৮ বলে ৯ রান করে তাকে সঙ্গ দেন শচীন দাস। আর্দশ এক প্রান্ত আগলে রাখলেও উইকেট মিছিলে যোগ দেন প্রীয়াংশু মোলিয়া (৯) ও অ্যারাভেলি অবিনাশ (০)।

৭৭ বলে ৪৭ রান করে আউট হন আদর্শ সিং। এরপর ভারত শিবিরে হাল ধরেন মুরুগান অভিষেক। ৪৬ বলে ৪২ রান করে এই ভারতীয় অলরাউন্ডার অলরাউন্ডার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। শেষ দিকে রাজ লিমবানি (০) এবং পান্ডে ২ রানে আউট হলে ৩৭ বলে হাতে থাকতেই ১৭৪ রানে অলআউট হয় ভারত। এতে ৭৯ রানের জয় পায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া হলে মাহলি বার্ডম্যান ও রাফ ম্যাকমিলান তিনটি করে উইকেট শিকার করেন। দুই উইকেট শিকার করেন কালুম ভিল্ডার। এ ছাড়াও চার্লি অ্যান্ডারসন ও টস স্ট্রাকের একটি উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুর দিকে উইকেট হারালেও এরপর সতর্ক হয়েই খেলে অসিরা। ব্যাটিংয়ে নেমে ৮ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান ওপেনার স্যাম কন্টাস।

দলীয় ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর আউট হয়ে গেলে অধিনায়ক হাগ ওয়েবগেনের সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি করে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে হাঁটেন আরেক ওপেনার হ্যারি ডিক্সন।

২১তম ওভারে নামান তিওয়ারির আউটসাইডে দেওয়া লোভনীয় বলে ড্রাইভ করতে যান ওযেবগেন। ব্যাটের কানায় বল স্পর্শ করে পয়েন্ট অঞ্চলে ক্যাচ তুলে দেন তিনি। দারুণ সুযোগ পেয়ে তা লুপে নিতে ভুল করেননি ফিল্ডার মুশের খান। ফলে ৭৮ রানের দুর্দান্ত জুটি ভেঙে যায়। হাফসেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হলো অসি অধিনায়ককে। ৬৬ বলে ৪৮ রান করেন ওয়েবগেন।

৫৬ বলে ৪২ রান করে আউট হয়ে যান ডিক্সনও। এরপর হার্জাস সিংয়ের সঙ্গে চতুর্থ উইকেটে ৬৬ রানের দারুণ জুটি করেন উইকেটরক্ষক ব্যাটার রায়ান হিক্স। হার্জাস হাঁকান দুর্দান্ত ফিফটি। ৩ চার ৩ ছক্কার মারে ৬৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। ২৫ বলে ২০ রান করেন হিক্স।

শেষ দিকে ওলিভার পিকে খেলেন আরও একটি দুর্দান্ত ইনিংস। ৪৩ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

ভারতের হয়ে ৩৮ রানে ৩ উইকেট শিকার করেছেন রাজ লিমবানি। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট শিকার করেন মাহলি বেয়ার্ডম্যান ও রাফ ম্যাকমিলান। ২ উইকেট তুলে নেন কালাম ভিডলার।