নওগাঁয় র্যাব হেফাজতে থাকা সুলতানা জেসমিনের মৃত্যু অস্বাভাবিক উচ্চ রক্তচাপের কারণে হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়ছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে হাইকোর্টে এ প্রতিবেদনে জমা দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে তাকে নির্যাতন করা হয়নি।
এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি আগামী ৫ এপ্রিল পর্যন্ত মূলতবি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ২টায় এ সংক্রান্ত রিট আবেদন আমলে নেয়া হলেও শুনানি আগামী ৫ এপ্রিল পর্যন্ত মূলতবী করেন আদালত।
এর আগে সোমবার বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। পরে ওই নারীর মৃত্যুর ঘটনায় ‘পোস্টমর্টেম রিপোর্ট’ তলব করেন হাইকোর্ট। সকালের মধ্যে রাষ্ট্রপক্ষকে এ রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়া হয়।
প্রসঙ্গত, সুলতানা জেসমিন নামে ওই নারী নওগাঁ সদর ভূমি অফিসে অফিস সহকারী ছিলেন। গত ২২শে মার্চ সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে তাকে আটক করে র্যাব। গত শুক্রবার (২৪শে মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।