ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। স্থানীয় সময় শনিবার বিকেলে সুইজারল্যান্ডের জেনেভাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তাঁরা বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন, ওয়ার্ল্ড স্পিকার সামিটসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুজন।
আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং শিরীন শারমিন চৌধুরীকে চতুর্থবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনের কথা স্মরণ করে ভূয়সী প্রশংসা করেন এবং ২০২৫ সালে জেনেভায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড স্পিকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে যোগ দেয়ার জন্য অনুরোধ জানান।
শিরীন শারমিন চৌধুরী আইপিইউ সেক্রেটারি জেনারেলকে এ প্রস্তাব প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং ওয়ার্ল্ড স্পিকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে সদস্য হিসেবে যোগ দেয়ার ব্যাপারে সম্মতি প্রদান করেন।
এদিকে, শনিবার সম্মেলনের ১ম দিনে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের সদস্যবৃন্দ ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ তে অংশগ্রহণ করেন । এপিএ সংক্রান্ত সভায় আখতারুজ্জামান এমপি ফিলিস্তিন ইস্যুতে বক্তব্য দেন।
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মুজিবুল হক এবং আখতারুজ্জামান এই সম্মেলনে যোগ দিয়েছেন।