আইপিএলের নিলামে এবার সাকিব আল হাসান ও লিটন দাসের নাম নেই। এবার ৬ বাংলাদেশি ড্রাফটে নাম লিখিয়েছেন। তারা হলেন-মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ।

শুক্রবার (১ই ডিসেম্বর)  ড্রাফটের তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

এই ডিসেম্বরে দুবাইতে অনুষ্ঠিত হবে আইপিএলের নতুন আসরের নিলাম। নিলামের ড্রাফটে সাকিব-লিটন না থাকলেও রয়েছেন মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকার ভিত্তিমূল্য ধরা হয়েছে মুস্তাফিজের। দিল্লি ক্যাপিটালসের সাবেক এই তারকার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি রুপি। এই তালিকায় রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেডসহ অনেকে।

নিলামের জন্য এবার ৮৩০ জন ভারতীয় ক্রিকেটার নাম তুলেছেন। এছাড়া আছেন ৩৩৬ জন বিদেশি খেলোয়াড়।