ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য বাংলাদেশ ছেড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আজ (শনিবার) সকালে আইপিএল খেলতে ঢাকা ছেড়েছেন তিনি। ভাড়া করা বিমানে সকাল ৮টায় ভারতের উদ্দেশে রওনা দেন এই বাঁহাতি পেসার।

আজ রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের খেলা। সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ।

মোস্তাফিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে আইপিএলে খেলতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, ‘আইপিএল খেলতে ভারতের পথে। দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে আর তর সইছে না।’

গতবারের মতো এবারও দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজ। ভারতে পৌঁছেই তিনি দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যোগ দেবেন।

গতকাল (শুক্রবার) পর্দা ওঠা এবারের আসরে বাংলাদেশ থেকে তিন ক্রিকেটার দল পেয়েছেন। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্স এবং মুস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসে।

গতকাল আয়ারল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ায় এবং টেস্ট সিরিজে দলে না থাকায় কাটার মাস্টারকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। তবে সাকিব লিটন ঠিক কবে যোগ দেবেন তা এখনো পরিস্কার হয়নি।