ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে প্রথম ডাকে দল পাননি সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। তবে দ্বিতীয় দফায় দল পেয়েছেন এই দুই বাংলাদেশি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তারা। ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রূপিতে সাকিবকে ও ৫০ লাখ রুপিতে লিটনকে দলে নিয়েছে কেকেআর।

আজ (শুক্রবার) কোচিতে চলছে আইপিএলের আগামী আসরের জন্য সংক্ষিপ্ত পরিসরের খেলোয়াড় নিলাম। সেখানে শুরুতে দল না পেলেও পরবর্তী সময়ে দল পেলেন উইকেট কিপার ব্যাটার লিটন ও অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের নাম ডাকা হলেও আগ্রহ দেখায় নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। আগের বারও আইপিএলের নিলামে অবিক্রীত ছিলেন সাকিব। এবারের নিলামে সাকিবের বেস প্রাইস ছিল ১ কোটি ৫০ লাখ রুপি। এর আগে ২০০৯ ও ২০১০ সালের আইপিএলেও দল পাননি সাকিব।

এদিকে আজকের নিলামের সাকিব ও লিটন ছাড়াও বাংলাদেশের মধ্যে আরও রয়েছেন তাসকিন আহমেদ ও আফিফ হোসেন। মূলত টাইগারদের আন্তর্জাতিক ব্যস্ত সূচির জন্য বাংলাদেশের ক্রিকেটাররা এবারের আইপিএলের পুরোটা সময় খেলতে পারবেন না। তাই সাকিব, লিটনদের দলে নিতে আগ্রহ কম ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। তবে শেষ পর্যন্ত সাকিব ও লিটন দল পাওয়ায় বেশ উচ্ছ্বসিত টাইগার ভক্তরা।

তাছাড়াও গত এক বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের উলে­খযোগ্য কোনো সাফল্যও ছিল না। তাই বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে অনাগ্রহের এটিও অন্যতম প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।

এবারের নিলামে ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে ২৭৩ জন ভারতীয়, ১৩২ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। চারজন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। ১১৯ জন ক্যাপড ক্রিকেটার ও বাকি ২৯৬ জন আনক্যাপড। এবারের নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ৮৭টি স্লট পূরণ করবে, যাদের মধ্যে ৩০টি বিদেশি খেলোয়াড় থাকবে।