কয়েকদিনের মধ্যেই সরকার পতনের চূড়ান্ত আন্দোলন বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার রাজধানীতে যুব সমাবেশে যোগ দিয়ে দলটির নীতিনির্ধারক নেতারা জানান, হামলা-গ্রেপ্তারে আর পিছু হটবে না বিরোধীজোট। নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে প্রয়োজনে ঢাকা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। এজন্য নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয় সমাবেশ থেকে।
খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দফা দাবিতে সোমবার রাজধানীর নয়াপল্টনে যুব সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত বিস্তৃত সমাবেশে এদিন যোগ দেয় সারাদেশ থেকে আসা যুবদলের বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী।
সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে পড়েছে। বিরোধীদল দমনে পুলিশ ও আদালতকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার শুরু করেছে। ক্ষমতাসীনদল একতরফা নির্বাচনের কৌশল বাস্তবায়নে নেমেছে বলেও অভিযোগ করেন নেতারা।
যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতা ধরে আছে। নির্বাচন নিয়ে সংবিধানের দোহাই ক্ষমতাসীনদের কূটকৌশলের অংশ বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, সরকারের কারণে খালেদা জিয়া সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ক্ষমতাসীনদের পতনের মধ্য দিয়ে বিদেশে বেগম জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতের প্রত্যয়ও জানান বিএনপি মহাসচিব।