আওয়ামী লীগের অধীনে সকল নির্বাচন অগ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় যেতে সরকার আবারও পুরানো কায়দায় নির্বাচনের পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন তিনি। আজ (শুক্রবার) গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ১২ দলীয় জোটের নেতাদের সাথে বৈঠক শেষে এসব বলেন মির্জা ফখরুল। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন ঈদের পর চূড়ান্ত পর্যায়ে নেয়ার ঘোষণা দেন জোট নেতারা।
যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি এবং যৌথ ঘোষণা চূড়ান্ত করতে শুক্রবার সমমনা ১২ দলীয় জোটের সাথে বৈঠকে বসে বিএনপি’র লিয়াঁজো কমিটি। এতে বর্তমান বাজার পরিস্থিতি, বঙ্গবাজার অগ্নিকান্ডসহ নেতাকর্মীদের গ্রেপ্তার-মামলার বিষয়ে আলোচনা হয়। রোজার পর সরকার বিরোধী আন্দোলনের গতি বাড়াতে ঐকমত্যে পৌঁছায় বিএনপি ও ১২ দলীয় জোট।
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে জাতিসংঘের সহযোগিতার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে নাকচ করা সরকারের দূরভিসন্ধি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এসময় বঙ্গবাজার অগ্নিকাণ্ডে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত বলেও দাবি করেন মির্জা ফখরুল।