আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে, জন্ম জনগণ থেকে। অস্ত্র উচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলকারী দল আওয়ামী লীগ নয়। মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা দল আওয়ামী লীগ।
শনিবার (২৯ জুন) বিকেলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মান্নাফির সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।
বিএনপির কর্মসূচির দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগ কর্মসূচি পালন করছে বলে যেসব সংবাদমাধ্যমে খবর পরিবেশিত হয়েছে তাদের সমালোচনা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, এটা আওয়ামী লীগের ওপর অপবাদ। আওয়ামী লীগ বছরব্যাপী ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে বলে আগেই ঘোষণা দিয়েছে।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কর্মসূচি বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি নয়। আওয়ামী লীগ সারাবছর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করবে। আগস্টের পরে জেলা পর্যায়ে সমাবেশ হবে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বক্তব্য রাখবেন বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।
এসময় বিএনপির আন্দোলনকে ভুয়া বলে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনে ততো জোর নেই, যতো জোর তাদের মুখের বিষে। বিএনপির ভেতরেই আতঙ্কের নাম তারেক রহমান। উইকেট পড়ে যায় আবার নতুন উইকেট আসে লন্ডনের ফরমান থেকে। মেইড ইন লন্ডন কর্মসূচি দেয় তারেক। জনগণ এসব মানে না।’ বিএনপি জাতীয়তাবাদী দুর্নীতির দল বলে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, তাদের এক নম্বর নেতা দুর্নীতিবাজ। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির আন্দোলনে সহিংসতা হলে কাউকে ছাড় দেয়া হবে না। খেলা হবে তাদের বিরুদ্ধে। আওয়ামী লীগ মাঠে আছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ নেতাদের ক্ষমতার দাপট না দেখানোর আহবানও জানান তিনি। বলেন, কাউকে ক্ষমা করা হবেনা। দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স শেখ হাসিনার।
সমাবেশে আবদুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, আন্দোলন করে, সন্ত্রাস করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বিএনপির মার্কিনি, জামায়াতি আতাত ব্যর্থ হবে।
আর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জিয়া পরিবার খুনি পরিবার। তারা মানুষ হত্যার রাজনীতি করে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপির মধ্যে গণতান্ত্রিক আচরণ নেই। বিএনপি বিষধর সাপ, অগণতান্ত্রিক দল বলে জানিয়েছেন কামরুল ইসলাম। আন্দোলন করে লাভ নেই, আবার যদি জনগণের দুর্ভোগ সৃষ্টি করে, সন্ত্রাস করে আন্দোলনের নামে তাহলে জনগণকে সাথে নিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
এছাড়া সাংসদ বাহাউদ্দীন নাসিম বলেন, আওয়ামী লীগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করে সুশাসন নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি-জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। আর দেশে গণতন্ত্র সুসংহত করার পথে বিএনপিকে বাধা বলে মন্তব্য করে মাহবুবুল আলম হানিফ জানিয়েছেন, খালেদা জিয়ার বিচার নিয়ে বিএনপি মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না, এটি নিয়ে রাজনীতি করতে চায়।