ঢাকার বায়তুল মোকাররম এলাকায় আজ শুক্রবার (২৮শে জুলাই) শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। বেলা ৩টায় মসজিদের দক্ষিণ গেট এলাকায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
২৩ শর্তে তিন সংগঠনকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। ইতোমধ্যে তারুণ্যের জয়যাত্রা শিরোনামে এ শান্তি সমাবেশের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৮ জুলাই) বকিলে ৩টায় আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীনদের শান্তি সমাবেশ শুরু হবে।
আওয়ামী লীগরে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনরে শান্তি সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগরে সভাপতমিণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবনে বলে জানা গেছে।