আওয়ামী লীগ এখন রাজনৈতিক দল নেই, তারা এখন দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের কোনো সংগঠন শক্তিশালী নেই, তারা এখন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই সব করে যাচ্ছে।
রোববার (১৪ এপ্রিল) বিকালে সদর উপজেলার রুহিয়া থানা বিএনপি আয়োজিত জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
মিজা ফখরুল বলেন, আজকে ৫৩ বছর পরেও বলতে হয়, সেই সমাজ নির্মান করতে পারিনি, যেখানে মানুষ তার অধিকার খাটাতে পারবে। যারা ক্ষমতায় বসে আছে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।
বিভিন্ন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামেই বিএনপি নেতাকর্মীদের আসামী করা হয়েছে। রাষ্ট্রযন্ত্র ও পুলিশকে ব্যবহার করে বিরোধীদলকে একবারে নির্মূল করতে চায় আওয়ামী লীগ।
মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সনের দেশের বাইরে যাওয়ার দরকার। কিন্তু এই সরকার তাকে যেতে দিচ্ছেনা।
একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান তিনি।
এসময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পলী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, রুহিয়া থানার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।