বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন কেন্দ্র করে ভোট ডাকাতিতে আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হলো। দেশের নির্বাচনি ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠোকানো হয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

পাশাপাশি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। আইন অঙ্গনের পবিত্রতা রক্ষায় প্রধান বিচারপতিকে এ বিষয়ে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। আজ (শুক্রবার) সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে কারচুপির মাধ্যমে সরকারের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। আইনজীবীদের নির্বাচনেও পুলিশ ও বহিরাগতদের দিয়ে হস্তক্ষেপ প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে’।

তিনি বলেন, ‘আইনজীবীদের নির্বাচনের এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেক মারা হলো। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পদক্ষেপ এটি’।

বিএনপি মহাসচিব বলেন, ‘সর্বোচ্চ আদালতের আইনজীবীদের নির্বাচনেও হস্তক্ষেপে প্রমাণ হলো এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা ক্ষমতায় থাকলে জোর করে ফলাফল ছিনিয়ে নেবে’।

আইনজীবী সমিতির ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানান তিনি। সর্বোচ্চ আদালতের পবিত্রতা রক্ষায় প্রধান বিচারপতিকে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল।