গত দুই মাসেরও অধিক সময়ে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় সুদানে ৭৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩৭ হাজার ঘরবাড়ি। জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে ভারী বৃষ্টিতে এখন পর্যন্ত এক লাখ ৩৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া এ বন্যায় ৫ হাজার ৩৪৫টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ২ হাজার ৮৬২টি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য সরকারি স্থাপনা, দোকানপাট এবং কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর ও দক্ষিণ কর্ডোফান রাজ্য, নীলনদ রাজ্য ও দক্ষিণ দারফুর সুদানজুড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) ধারণা করছে, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে সুদানজুড়ে প্রায় ৩৬ হাজার মানুষ বৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসিএইচএর মতে, ২০২১ সালের বর্ষা মৌসুমে সুদানজুড়ে প্রায় ৩ লাখ ১৪ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।