কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদী থেকে আকাশের দিকে পানির স্তম্ভ ওঠার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় একটি ইট ভাটার সন্নিকটে পদ্মা নদীতে ঘটনাটি ঘটে। সেইসাথে পদ্মা নদীর ভেড়ামারা উপজেলার কিছু অংশেও দেখা যায় এ দৃশ্য।
ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নদীর মাঝ থেকে পানির ঘূর্ণি ফানেলের মতো আকাশের দিকে উঠছে। অনেকেই তা দেখে আতঙ্কিত হয়ে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন। কিছুক্ষণ পর ওই পানির স্তম্ভটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী জানান, এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য। বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আবহাওয়াবিদরা জানান, সাধারণত কোনো স্থানে নিম্নচাপ বা লঘুচাপ সৃষ্টি হলে ওই স্থানের উষ্ণ বাতাস ওপরের দিকে উঠে যায় এবং তখন ওই শূন্য জায়গা পূরণের জন্য চারদিকের শীতল বাতাস দ্রুত বেগে ধাবিত হয়। এভাবেই টর্নেডোর উৎপত্তি হয়। অল্প সময়ের জন্য তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় গতিপথে যা পড়ে, সবকিছু নিজের ভেতর টেনে নিতে থাকে এবং ক্রমেই শক্তিশালী হয়ে উঠতে থাকে। স্থলে হলে বা পানি ও ভূমি মিলে টর্নেডো তৈরি হলে সেটা অনেক সময় শক্তিশালী হয়ে ওঠে। শুধু পানির ওপরে টর্নেডো তৈরি হলে সেটা ততটা শক্তিশালী হয় না।
এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন তারা।