চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে প্রায় ২০৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গতবছরে একই সময়ে পাঠানো রেমিট্যান্সের তুলনায় প্রায় ১২ দশমিক ছয় শতাংশ বেশি। গত বছরের আগস্টে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ১শ’ ৮১ কোটি ডলার। এই হিসাবে গত বছরের আগস্টের তুলনায় এ বছরের একই মাসে প্রবাসীরা ২৩ কোটি ডলার বেশি পাঠিয়েছেন। তবে এ বছরের আগস্টে তার আগের মাসের তুলনায় ৭ কোটি ডলার কম রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ নেতিবাচক অবস্থায় ছিল। তবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসের প্রবাসী আয় আশার সঞ্চার করছে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) রেমিট্যান্স এসেছে ৪১৩ কোটি ডলার। যা আগের অর্থবছরের প্রথম দুই মাসের চেয়ে ১২ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২১ সালের জুলাই ও আগস্টে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৩৬৮ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত জুলাই মাসে ২০৯ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। আগের মাস জুনে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৭০ লাখ ডলার।