আগামীকাল (বুধবার) বাংলাদেশে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ও কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জিতেন ফুটবলার রোনালদিনহো। বাংলাদেশে ব্রাজিলের অসংখ্য ভক্ত রয়েছে। রোনালদিনহোর সফর নিয়ে বাংলাদেশের সমর্থকদের অনেক আগ্রহ।
এর আগে ৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ এসেছিলেন। মার্টিনেজকে ঢাকায় এনেছিলেন ভারতের স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। এবারো রোনালদিনহোকে ঢাকায় নিয়ে আসছেন তিনিই।
ঢাকার রেডিসন হোটেলে উঠবেন রোনালদিনহো। রেডিসনেই অনুষ্ঠান হওয়ার কথা। রোনালদিনহোকে যারা বাংলাদেশে আনছেন সেই ব্যক্তি/প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীরা সাক্ষাৎতের সুযোগ পাবেন।