আগামীকাল থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেনের ভাড়ায় রেয়াত প্রত্যাহার করে নিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে চৌঠা মে থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে রেলের ভাড়া বাড়বে।

গত সোমবার রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ আলী গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, রেয়াত প্রত্যাহার করে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে। ভাড়া কী হারে বাড়বে তা রেলের বাণিজ্যিক শাখা নির্ধারণ করবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ১০১ থেকে ১৫০ কিলোমিটার ভ্রমণে একজন যাত্রীর রেয়াত কর ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫ শতাংশ আর ৪০০ কিলোমিটারের ওপরে ভ্রমণে ৩০ শতাংশ রেয়াত কর নির্ধারিত আছে।

এর আগে ২০১২ ও ২০১৬ সালে ভাড়া বাড়িয়েছিল বাংলাদেশ রেলওয়ে। ২০১২ সালের অক্টোবরে সর্বনিম্ন ৫ শতাংশ এবং সর্বোচ্চ ১১০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছিল।

২০১৬ সালের ফেব্রæয়ারিতে আরেক দফায় ভাড়া বাড়ানো হয়। এর পরিমান ৭ থেকে ৯ শতাংশ। এর প্রায় সাত বছর পর ২০২৩ সালের শেষ দিকে বিভিন্ন সেতু ও ভায়াডাক্টের পন্টেজ চার্জ আরোপ করে আয় বাড়ানোর উদ্যোগ নেয় রেলওয়ে।