আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির নেতৃত্বে ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা এ প্রস্তাব দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।
বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন, ডেটা প্রটেকশন আইন ও বৈষম্য নিরসন আইন, সিভিল সোসাইটটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘তারা এগুলো সম্পর্কে আমাকে যেসব প্রশ্ন করেছিলেন, আমি বলেছি।’
আইনমন্ত্রী বলেন, ‘আগামী ১৪ মার্চ বেলা ১১টায় সিভিল সোসাইটির ১০ জন প্রতিনিধির সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বসবো। ওনাদের যে সব কথা আছে আমি তা শুনবো।’