আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, যেসব দল বাংলাদেশে বিশ্বাস করে তারা সংবিধানের মধ্য থেকেই নির্বাচনে অংশ নেবে।

শনিবার (৪ মার্চ) সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী জজ ও সমমানের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগদান শেষে একথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, সংবিধানের বাইরে গিয়ে কোনো আইনি সংস্কারের সুযোগ নেই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। সকল রাজনৈতিক দল সাংবিধানের ভেতর থেকে নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা প্রশ্ন করা হলে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেন নি আইনমন্ত্রী।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন, বিচার প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি বেগম নাজমুন আরা সুলতানা ও আইনসচিব গোলাম সারোয়ার। অনুষ্ঠানে নবীন বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।