আগামী শিক্ষাবর্ষ থেকেই দেশের স্কুলগুলোতে বিষয়ভিত্তিক পুরনো শিক্ষাব্যবস্থায় পাঠদান করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি আজ বুধবার (২১শে আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের দেয়া এক ব্রিফিং-এ  কথা জানান। তিনি বলেন,  কিছু পরিমার্জন করে পুরনো পাঠ্যক্রম অনুযায়ী আগামী বছরের জন্য নতুন পাঠ্যপুস্তক ছাপানো হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-শিক্ষকদের কাঙ্ক্ষিত সম্পর্ক ফিরিয়ে আনতে হবে। শিক্ষাঙ্গনে চর দখলের মতো পরিস্থিতি মোটেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। তিনি মন্তব্য করেন, ‘ক্রমাগত শিক্ষার বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশের অবনতি হয়েছে।’

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, শিক্ষাঙ্গনে সবাইকেই ভদ্রতা রক্ষা করতে হবে। বলপ্রয়োগ, অসম্মান করা যাবেনা। যদি কোন শিক্ষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘একটা অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে। এখনও সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে পারিনি। টেস্ট, প্রি–টেস্টের মূল্যায়ন পত্র শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া হবে।’

এইচএসসি ও সমমান পরীক্ষার নম্বর বণ্টন সম্পর্কে শিক্ষা উপদেষ্টা বলেন,‘আমার এ সম্পর্কে কোনো ধারণা নেই। আমি এ সম্পর্কে চিন্তাও করিনি। গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার ফলে আমি এখনো চিন্তা করার সুযোগ পাইনি।’

পরীক্ষার্থীদের কোনো পয়েন্ট বা সিজিপিএ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মাথায় এখনো এটা ধরছে না। এ বিষয়ে পরে জানানো হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘পরীক্ষা দিয়ে শিক্ষাক্রমে মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। ২০২১ সালের আগের যে বইগুলো আছে সেগুলো ছাপানো হবে। সেখানে বইয়ের কিছু টেক্সট পরিবর্তন করা হবে। ১ জানুয়ারির মধ্যে বই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।’