ঢাকা থেকে বরিশালগামী সুরভী ৯ লঞ্চের স্টাফদের হামলায় দুই সাংবাদিকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। চিত্র ধারণ করতে গেলে সাংবাদিকদের মারধর করা হয়।
এ ছাড়া লঞ্চের সাইলেন্সার পাইপ থেকে ধোঁয়া বের হওয়ার দৃশ্য ধারণ করে রাতে সামাজিক যোগাযোগ মাধম্যে যে যাত্রীরা ছড়িয়ে দিয়েছে তাদের মারধর করা হয়।
রোববার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বরিশাল নদী বন্দরে নোঙর করা চাঁদপুর থেকে বরিশালে আসা সুরভী ৯ লঞ্চে এ ঘটনা ঘটে।
হামলায় আহত চ্যানেল ২৪ বরিশাল অফিসের ক্যামেরা পার্সন রুহুল আমিন বলেন, সুরভী ৯ লঞ্চ রাতে ঢাকা থেকে বরিশালে আসার পথে সাইলেন্সার দিয়ে ধোঁয়া বের হওয়ায় চাঁদপুরের মোহনপুরে নোঙর করায় নৌ পুলিশ। পরে সকালে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় লঞ্চটি। ধোঁয়া বের হওয়ার ঘটনাটি যেসব যাত্রীরা মোবাইলে ধারণ করে ফেসবুকে দিয়েছিল তাদের খুঁজে বের করে মারধর শুরু করে। সেই চিত্র ধারণ করতে গেলে লঞ্চের ম্যানেজার মিজানের নেতৃত্বে স্টাফরা আমাকে এবং আমার সহকর্মী ইন্ডেপেন্ডেন্ট টেলিভিশনের দেওয়ান মোহনের ওপর হামলা করে। এক পর্যায়ে লাঠি দিয়ে মারধর করা হয় আমাদের। পরে উপস্থিত ব্যক্তিরা আমাদের উদ্ধার করে।
এই বিষয়ে সুরভী ৯ লঞ্চের পরিচালক রেজিন উল কবির বলেন, এই ঘটনায় আমরা অলরেডি লঞ্চের ম্যানেজার মিজানকে সাসপেন্ড করেছি।
চ্যানেল ২৪ এর বরিশাল ব্যুরো কাওছার হোসেন রানা বলেন, আমরা আইনি প্রক্রিয়ায় যাব।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমার সামনেই ঘটনা ঘটেছে। আমি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।