রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সাথে আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবি। আজ (শনিবার) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টি এবং সর্বশেষ ৩০টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদশীরা বলছেন, মার্কেটের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়েছে। দোতলাতেও আগুনের শিখা দেখা গেছে। মূলত নিউ মার্কেটের পূর্ব পাশের অংশে আগুনের ভয়াবহতা বেশি। বাতাসের কারণে পুরো মার্কেট ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে। এতে অন্ধকারে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে।

No description available.

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার ছুটির দিন ও পয়লা বৈশাখ থাকায় ভালো ব্যবসা হয়েছে ব্যবসায়ীদের। প্রায় মধ্যরাত পর্যন্ত খোলা ছিল সকল দোকান। শেষরাতের দিকে দোকান বন্ধ করে অধিকাংশ ব্যবসায়ী বাসায় ফিরে গেছেন। আর ভোরবেলা পেয়েছেন আগুনের সংবাদ। রাত করে কেউ আর বাসায় টাকা নিয়ে যাননি। বেশিরভাগ ব্যবসায়ীর ক্যাশে বেশ ভালো টাকা রয়ে গিয়েছিল।

এদিকে, মার্কেটের ভেতর একের পর এক এসি বিস্ফোরণের ঘটনা ঘটছে। যে কারণে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। তবুও এর মাঝেই দোকানের মালামাল বের করে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা।

উৎসুক জনতা আগুন লাগার খবর পেয়ে ছুটে এসেছেন নিউমার্কেটে। সবাই যার যার মোবাইলে ভিডিও ও লাইভ করা নিয়ে ব্যস্ত। তাদের কারণে বাধাগ্রস্ত হয় আগুন নেভানো ও উদ্ধার প্রক্রিয়া।