যারা জ্বালাও পোড়াও ও সন্ত্রাস করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেবল তাদেরই গ্রেফতার করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সতর্ক আছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২৮শে অক্টোবরের আগের সময়ের তুলনায় এখন মামলা কম হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় জাতিসংঘের কর্মকর্তাদের নিরাপত্তার ব্যাপারে সংস্থাটির আবাসিক প্রতিনিধি জানতে চেয়েছেন। জবাবে তাকে বলা হয়েছে, জাতিসংঘের কর্মকর্তাসহ সব বিদেশি কূটনীতিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার সবসময় সতর্ক।
কারো বাড়তি নিরাপত্তার প্রয়োজন হলে, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রণালয়ে জানালে বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।