পবিত্র ঈদুল ফিতরের আগে গত বুধবার থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। তার আগের দিন মঙ্গলবার বিকেল থেকেই নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ঈদযাত্রা অব্যাহত আছে আজও। সকাল থেকে বাড়ি ফিরছে অনেকেই। ঈদ ঘিরে শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের ভিড়ের চিত্র চোখে পড়েছে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বাস কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের বেশ সরব উপস্থিতি। তবে সেটি গত তিনদিনের তুলনায় কিছুটা কম। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজও অনেকে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন। টার্মিনালে কেউ গাড়ির সন্ধানে ছুটছেন, আবার কেউবা অপেক্ষা করছেন কাউন্টারে।

একই দৃশ্য দেখা গেছে রাজধানীর ধোলাইপাড়ে। মূলত পদ্মা সেতুকেন্দ্রিক গাড়িগুলো সেখানে বেশি চলাচল করায় এ সড়কে এখন যাত্রীচাপ বেশি।

বাস কাউন্টারগুলোতে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল থেকে যাত্রীদের বাড়তি চাপ থাকলেও শুক্রবার সকালে যাত্রীচাপ ছিল একেবারেই কম। অনেকে দেরিতে ছুটি পান, কিংবা শেষ মুহূর্তে বাড়ি ফেরেন। তারাই মূলত আজ যাত্রা করছেন।

এদিকে অন্যান্য দিনের মতো আজও রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়ে ঈদযাত্রীদের জটলা দেখা গেছে। মোড়গুলোতে ট্রাফিক পুলিশের সরব উপস্থিতি থাকলেও হিমশিম খেতে হচ্ছে শৃঙ্খলা রক্ষায়।